ঢাকাঃ ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা হামলা চালিয়ে যাচ্ছে, এতে বেড়েই চলছে মৃত্যুর মিছিল। ইসরায়েলি বাহিনীর এই হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজন ত্রাণ প্রত্যাশীও রয়েছেন। এদিকে যুদ্ধবিরতির আলোচনা স্থবির হয়ে পড়েছে এবং জ্বালানি ও খাদ্য সংকট আরও গভীর হয়েছে।
বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
দক্ষিণ গাজার রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। যারা ত্রাণ নিতে এসেছিলেন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে।
ওয়াফার মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোর আশেপাশে এ পর্যন্ত মোট ৮৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
দক্ষিণ গাজার খান ইউনুসে একটি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত ও অনেকেই আহত হয়েছেন। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাণিজ্যিক কেন্দ্র লক্ষ্য করে চালানো বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা।
ইসরায়েলি বাহিনী পুনরায় উত্তর গাজা ও গাজা সিটিতে হামলা জোরদার করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, গাজা সিটিতে একটি ট্যাঙ্ক রকেট হামলার শিকার হয় এবং পরে গুলির মুখে পড়ে। এক হেলিকপ্টারে আহতদের সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী পরে জানায়, ওই ঘটনায় তাদের তিন সেনা নিহত হয়েছেন।
আল জাজিরার তরিক আবু আজ্জুম, দেইর আল-বালাহ থেকে রিপোর্ট করে জানান, ইসরায়েলি বাহিনী টুফাহ ও শুজাইয়া এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় এবং আবাসিক ভবনসমূহ গুঁড়িয়ে দেয়।
ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, গাজা সিটিতে অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho