
সাভারঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কোন প্রকার কটুক্তি ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং তারেক রহমানকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন সাভারের যুবদল নেতা শাওন সরকার।
মঙ্গলবার (১৫/০৭-২৫) বিকেলে সাভারের হেমায়েতপুরে যুবদল আয়োজিত এক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন যুবদল নেতা শাওন সরকার। তিনি আরো বলেন, বিগত ১৭ বছর আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে গিয়ে যে পরিমাণ জুলুম ও নির্যাতন সহ্য করে এসেছেন তা জাতি চিরদিন সম্মানের সহিত স্মরণ রাখবে। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, একটি কুচক্রী মহল ফ্যাসিস্ট সরকারের দোসরদের সাথে নিয়ে জনাব তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে এবং ষড়যন্ত্র শুরু করেছে।
যুবদল নেতা শাওন সরকার আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি’র বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা প্রস্তুত। এ সময় তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। এ সময় স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।