মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ভাওর গ্রামের অসুস্থ মো. আঃ আলিমের পাশে দাঁড়িয়েছে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন।
আজ সোমবার (১৪ জুলাই) ফাউন্ডেশনের পক্ষ থেকে মো. এছের আলীর ছেলে আঃ আলিমের পরিবারের হাতে চিকিৎসা সহায়তা উপহার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত এলাকার ইউপি সদস্য ও শতরূপা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মো. ফয়সাল।
মুঠোফোনে প্রতিক্রিয়া জানিয়ে ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা বলেন,“সবাই যদি সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে, তবে আমাদের সমাজের অনেক অসুবিধা দূর করা সম্ভব।”
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সোহাগ বলেন,“ মানবিক কাজ করতে পারা আমাদের সৌভাগ্য। এ কৃতিত্ব শতরূপার আজীবন দাতা সদস্য ও সম্মানিত সকল সদস্যদের। তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইলো।”
অসুস্থ আঃ আলিমের চিকিৎসা সংক্রান্ত যে কেউ সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে পারেন আলিমের পিতা মো. এছের আলীর সঙ্গে এই নম্বরে: ০১৩১৮-৭৮১২৮৮।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho