
মানিকগঞ্জঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মরহুম খোন্দকার আব্দুল হামিদ ডাবলুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে নিজ বাসভবনে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বাদ যোহর এই দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
মরহুম খোন্দকার আব্দুল হামিদ ডাবলু ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব ও সাবেক মন্ত্রী খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
দোয়া মাহফিলে মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন তার ছোট ভাই ও মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খোন্দকার আক্তার হামিদ পবন, খোন্দকার দেলোয়ার হোসেন আলভী এবং খোন্দকার আহনাফ হামিদ অর্ভিল।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে খোন্দকার আক্তার হামিদ পবন বলেন,
“আমার বড় ভাই ডাবলু ভাই মানিকগঞ্জ-১ আসনের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তার দেখানো পথ অনুসরণ করে আমি এলাকার মানুষের পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকে এই আসন থেকে নির্বাচন করতে চাই। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি তার মতো জনগণের সেবক হতে পারি।”
মরহুম খোন্দকার আব্দুল হামিদ ডাবলুর প্রথম মৃত্যুবার্ষিকীর এই আয়োজনে রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে সবাইকে আপ্যায়ন করানো হয়।
পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন স্মরণে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।