০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিংগাইরে গলায় ফাঁস দিয়ে কিশোরের মৃত্যু

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ ০৯:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

 

 

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মোবারক হোসেন (১৮) নামের এক কিশোরের গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার জামির্তা ইউনিয়নের বিনাডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন বিনাডাঙ্গি গ্রামের মো. বাদশা মিয়ার বড় ছেলে। মৃত মোবারক হোসেন দুই ভাই ও এক বোন ছিল । মোবারক হোসেন পেশায় ট্রাকের লেবার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মৃত মোবারকের ছোট বোন ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেলে, তাহার ডাক চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। পরে তার বাবা বাদশা মিয়া গলায় প্যাঁচানো রশি কেটে তাকে নিচে নামান। এ সময় পরিবারের কান্নার ঢল নেমে যায়।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ ঘটনাস্থলে আসেন। মোবারকের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেওএম.তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বিকেএসপিতে জুলাই গণঅভ্যূত্থান  ও শহীদ দিবস পালিত

সিংগাইরে গলায় ফাঁস দিয়ে কিশোরের মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৯:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

 

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মোবারক হোসেন (১৮) নামের এক কিশোরের গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার জামির্তা ইউনিয়নের বিনাডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন বিনাডাঙ্গি গ্রামের মো. বাদশা মিয়ার বড় ছেলে। মৃত মোবারক হোসেন দুই ভাই ও এক বোন ছিল । মোবারক হোসেন পেশায় ট্রাকের লেবার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মৃত মোবারকের ছোট বোন ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেলে, তাহার ডাক চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। পরে তার বাবা বাদশা মিয়া গলায় প্যাঁচানো রশি কেটে তাকে নিচে নামান। এ সময় পরিবারের কান্নার ঢল নেমে যায়।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ ঘটনাস্থলে আসেন। মোবারকের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেওএম.তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে।