সাভারঃ বিকেএসপিতে প্রথমবারের মতো জুলাই গণঅভ্যূত্থান ও শহীদ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়।
বুধবার (১৬ জুলাই) দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধ্বনমিত রাখা হয়।
এ দিন সকালে প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম প্রতিষ্ঠানের সকল শ্রেণির কর্মকর্তা- কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের সাথে নিয়ে এক র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি বিকেএসপির প্রধান ফটক থেকে শুরু করে অডিও ভিজূয়্যলে এসে শেষ হয়।
অডিও ভিজ্যুয়াল সেন্টারে জুলাই গণঅভ্যূত্থান ও শহীদ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই গণঅভ্যূত্থানে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং উপস্থিত সকলকে জুলাই গণঅভ্যূত্থান থেকে শিক্ষা নিয়ে দেশকে নতুন ভাবে গড়ে তুলতে আহ্বান জানান।
আলোচনায় প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশিক্ষক ও ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষ্যে ঢাকা বিকেএসপি ছাড়াও আঞ্চলিক কেন্দ্রগুলোতেও সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাদ যোহর জুলাই গণঅভ্যূত্থানে নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho