নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগষ্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের রহের মাগফেরাত এবং আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির জিলানী হিরার আয়োজনে এ মিলাদ মাহফিল ও স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সদস্য গোলাম আহমেদ কাওছারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, সরকারি তুলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জয়, এমডব্লিউ কলেজ ছাত্রদল সভাপতি মো. রাফি,
৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাছান, নাসিক ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. সিফাত হোসেন বাবুসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho