মানিকগঞ্জঃ জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) বেলা ১২টায় জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মৌন মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। মিছিলে অংশ গ্রহন কারীরা কোনো স্লোগান না দিয়ে নীরবতার সাথে শহর প্রদক্ষিণ করেন।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া সাইদ, নাসির উদ্দিন আহমেদ যাদু, আব্দুস সালাম বাদল, আলী আশরাফ, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী দিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গণঅভ্যুত্থান চলাকালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বিএনপি দেশব্যাপী মৌন মিছিলসহ নানা কর্মসূচির আয়োজন করে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho