০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী

 

জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগে ১ম বারের মতো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে এ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে  এবং অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহনাফ।  এছাড়াও
আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. রাকিব হাসান এবং  সাবেক-বর্তমান অন্যান্য শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমীন বলেন, “একটা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন হচ্ছে ওই বিভাগের প্রাণ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আমরা যে শিক্ষা দেই, সেটা প্রতিফলিত হয় অ্যালামনাই  অ্যাসোসিয়েশনের মাধ্যমে, কে কোথায় আছে!  তারাই আমাদের এম্বাসেডর। তারাই বিশ্ব মানচিত্রে আমাদের বিভাগকে, বিশ্ববিদ্যালয় কে পরিচিতি করে দেওয়া রঘুনের ভূমিকা রয়েছে। একটা স্ট্রং অ্যালামনাই অ্যাসোসিয়েশন  হবে ইনক্লুসিভ এবং সেটা হবে ভলেন্টিয়ারি অ্যাপ্রোচ।”

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, শিক্ষা জীবনের প্রতিটি পারদে জমে থাকা স্মৃতি স্মরণের অন্যতম উপলক্ষ হলো পুনর্মিলনী। বিভাগের উন্নতি করবে, যারা পরবর্তীতে বের হয়ে যাবে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে, এটা সুবিধা নেওয়ার মতো পদ না, এটা দেওয়ার মতো মানসিকতার পদ।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, বাবু-রাজ্জাক প্যানেল বিজয়ী

জবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী

প্রকাশের সময়ঃ ০৬:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

 

জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগে ১ম বারের মতো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে এ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে  এবং অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহনাফ।  এছাড়াও
আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. রাকিব হাসান এবং  সাবেক-বর্তমান অন্যান্য শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমীন বলেন, “একটা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন হচ্ছে ওই বিভাগের প্রাণ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আমরা যে শিক্ষা দেই, সেটা প্রতিফলিত হয় অ্যালামনাই  অ্যাসোসিয়েশনের মাধ্যমে, কে কোথায় আছে!  তারাই আমাদের এম্বাসেডর। তারাই বিশ্ব মানচিত্রে আমাদের বিভাগকে, বিশ্ববিদ্যালয় কে পরিচিতি করে দেওয়া রঘুনের ভূমিকা রয়েছে। একটা স্ট্রং অ্যালামনাই অ্যাসোসিয়েশন  হবে ইনক্লুসিভ এবং সেটা হবে ভলেন্টিয়ারি অ্যাপ্রোচ।”

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, শিক্ষা জীবনের প্রতিটি পারদে জমে থাকা স্মৃতি স্মরণের অন্যতম উপলক্ষ হলো পুনর্মিলনী। বিভাগের উন্নতি করবে, যারা পরবর্তীতে বের হয়ে যাবে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে, এটা সুবিধা নেওয়ার মতো পদ না, এটা দেওয়ার মতো মানসিকতার পদ।