যশোরঃ ব্যাপক উৎসাহ ও শান্তিপূর্ণভাবে বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক ২০২৫ নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই ) বাগআঁচড়া হাইস্কুলে সকাল ৮টা থেকে বিরতীহিন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। গননা শেষে সন্ধার সময় আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করা হয়৷
এ নির্বাচনে ৭৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে আজিজুর রহমান বাবু, তার নিটকতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমীন টুটুল পেয়েছেন ৩৮১ ভোট। সাধারণ সম্পাদক পদে ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ৩৩০ ভোট।
এতে মোট ১২২৬ জন ভোটারের মধ্যে ১১৩৯ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেন
অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে তাজরুল ইসলাম ও ইউনুস আলী, যুগ্ম সম্পাদক পদে জাকির হোসেন, সহ-সাধারন সম্পাদক পদে কামরুজ্জামান লাল্টু, সাংগঠনিক সম্পাদক পদে লিটু ও মন্টু সরদার, প্রচার সম্পাদক পদে উজ্জ্বল কবির, কোষাধ্যক্ষ পদে আবুল কালাম, দপ্তর সম্পাদক পদে শামীম হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাসার বিশ্বাস, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে জামসেদ আলী, সড়ক সম্পাদক পদে আরশাদ হোসেন সন্টু, সমাজ কল্যান সম্পাদক পদে তবিবর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ ও আল-আমিন নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের দক্ষিণ অঞ্চলের সভাপতি মো. রবিউল হোসেন, সহকারী ছিলেন, জাহাঙ্গীর হোসেন ও তাজউদ্দিন আহমেদ। এছাড়াও শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা, গণমাধ্যম কর্মী নির্বাচনে পর্যবেক্ষণে ছিলেন।নিরাপত্তার দায়িত্ব ছিলেন পুলিশের সদস্যরা। এদিকে নির্বাচনের ফলফল ঘোষণার পর আনন্দ- উল্লাস করেন বিজয়ী প্রার্থী ও ভোটাররা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho