মানিকগঞ্জঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবির অবমাননা ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জেও মানববন্ধন ও গনসঙ্গীতের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখা।
শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই
মানববন্ধন ও গনসঙ্গীত অনুষ্ঠিত হয়।
এসময় জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোকসেদুর রহমান, আব্দুল বাতেন্ রফিক উদ্দিন ভুইয়া হাবু, জেলা জাসাসের আহবায়ক মোশাররফ হোসেন শিকদার, সদস্য-সচিব শামীম বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho