সাতক্ষীরাঃ সাতক্ষীরার পাঁচ শহিদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কাটিয়ার জেলা পরিষদের পুরাতন ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম,জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী,যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি,পৌরসভার প্রধান নির্বাহী ইশতিয়াক আহমেদ,সাতক্ষীরা সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত ফরেস্ট কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন,সাবেক মুখপাত্র মোহিনী প্রমূখ।
এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানে জেলায় শহিদ পাঁচ জনের নামে বৃক্ষরোপণ করা হয়েছে।এই বৃক্ষরোপন পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন। সাতক্ষীরার পরিবেশ সুরক্ষায় এবং জুলাই গণঅভ্যুত্থানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এই বৃক্ষরোপন করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho