
সাভারঃ “সবুজে সাজুক আমাদের ভবিষ্যৎ” এই শ্লোগানকে সামনে রেখে আশুলিয়ার একটি স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) বেলা ১১ টার আশুলিয়ার কবিরপুরস্থ অঞ্জনা মডেল হাই স্কুলে এ বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্কুলটির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গোলাম আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ম্যানেজিং কমিটি সভাপতি মোহাম্মদ আকবর আলী মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল শেখ প্রমুখ সহ ইউনিয়ন বিএনপি ও এর অংগসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন।