যশোরঃ যশোরের শার্শায় বিশেষ অভিযানে একজন মাদক কারবারিসহ মোট চারজন ব্যক্তিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
গতকাল (১৯ জুলাই) শনিবার দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের চারজনকে আটক করা হয়।
আটকেরা হলেন, (১) শুড়ারঘোপ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম, (২) সামটা গ্রামের ইদ্রীস আলী শাহাজীর ছেলে সম্রাট শাহাজী, (৩) বাগুড়ী গ্রামের পিতৃ আফিল উদ্দিনের ছেলে সেলিম ও চৌগাছা থানার জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আশরাফুজ্জামান মিন্টু। মিন্টুকে পুলিশ (৭৫) পঁচাত্তর পিস ইয়াবাসহ নাভারণ বুরুজবাগান এলাকা থেকে আটক করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম. রবিউল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে রোববার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho