
মানিকগঞ্জঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।
সোমবার দুপুরে জেলা শ্রমিক দলের জেলা কমিটির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
দুপুরে সরকারি হাই স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাসস্ট্যাডে গিয়ে সমাবেশ করে। সমাবেশে জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা বিএনপির সাবেক অফিস সম্পাদক এডভোকেট আরিফ হোসেন লিটন,সাবেক দপ্তর সম্পাদক শামীম আল মামুন,জেলা নেতা এডভোকে ফারুক হোসেন, শ্রমিক দলের জেলার সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।