
সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ায় চাঁদা দিতে অস্বীকার করায় প্রতিপক্ষের মারপিটে এক মাছ ব্যবসায়ী জখম, থানার লিখিত অভিযোগ হয়েছে।
এব্যাপারে দক্ষিণ পারুলিয়া গ্রামের মোজাম্মেল গাজীর পুত্র আব্দুস ছাত্তার বাদী হইয়া দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
বিবাদীরা হলেন,দক্ষিণ পারুলিয়া গ্রামের মীর কালামের পুএ আব্দুল্লাহ গাজী (২৩),আলমগীর গাজীর পুত্র কিরণ গাজী (২৩), ও নিশ্চিতপুর গ্রামের পুত্র রাশিদুল (২৫), পারুলিয়া সরদার বাড়ির নাঈম হোসেন (২২)সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০/০৭/২০২৫ তারিখ রাত্র অনুমান- ০৮.৩০ ঘটিকার সময় আমার পুত্র মোঃ হাবিব হোসেন (২২) পারুলিয়া বাজারের আহছানিয়া বেডিং হাউজে বসে থাকা অবস্থায় ৪নং বিবাদী নাঈম হোসেন আমার পুত্রকে ডাকিয়া পারুলিয়া বাজারের সততা হোটেলের সামনে নিয়া যায়। সেখানে আগে থেকে ওৎ পাতিয়া থাকা ১ নং বিবাদী আব্দুল্লাহ গাজী, ২নং বিবাদী কিরণ গাজী ও ৩নং বিবাদী রাশিদুল সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন বিবাদী আমার পুত্রকে বলে এলাকায় তুই মাছের ব্যবসা করিতে হইলে আমাদেরকে নিয়মিত চাঁদা প্রদান করিতে হইবে। আমার পুত্র চাঁদা দিতে অস্বীকার করিলে বিবাদীগন ক্ষিপ্ত হইয়া লাঠি, লোহার রড ইত্যাদিতে সজ্জিত হইয়া আমার পুত্রকে এলোপাতারী মারপিট করিতে থাকে। ১নং বিবাদী আব্দুল্লাহ’র হাতে থাকা লোহার রড দ্বারা আমার পুত্র হাবিব এর মাথার বাম পাশে লাগিয়া কাটা রক্তাক্ত জখম হয়। ২নং বিবাদী কিরণ গাজীর হাতে থাকা লাঠি দ্বারা আমার পুত্রের শরীরের বিভিন্ন স্থানে পিটাইয়া ফোলাজখম করে।
অজ্ঞাতনামা আসামীরা আমার পুত্রকে এলোপাতারী লাথি, চর, কিল, ঘুষি মারিয়া তার শরীরের বিভিন্ন স্থানে বেদনাদায়ক ফোলাজখম করে। ১নং বিবাদী আব্দুল্লাহ আমার পুত্র হাবিব এর ব্যবসা নগদ- ২,৩০,০৫০/- টাকা ব্যাগসহ কাড়িয়া নেয়। ২নং বিবাদী কিরণ আমার পুত্রের বাম হাতে থাকা ৮ আনা ওজনের একটি স্বর্নের আংটি, মূল্য অনুমান- ৩০,০০০/= টাকা কাড়িয়া নেয়। আমার পুত্রের ডাকচিৎকারে উপস্থিত স্বাক্ষীরা ছুটিয়া আসিলে বিবাদীগন আমার পুত্রকে হত্যার হুমকী দিয়ে ঘটনাস্থল হইতে পালিয়ে যায়। আমি সংবাদ পাইয়া ঘটনাস্থলে যাইয়া উপস্থিত স্বাক্ষীগনের নিকট হইতে ঘটনার বিস্তারিত শুনিয়া স্বাক্ষীদের সহযোগীতায় আমার পুত্র হাবিবকে রক্তাক্ত জখম অবস্থায় সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি,বর্তমানে সেখানে চিকিৎসাধীনে আছেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত ব্যাবস্থা গ্রহণ করা হবে।