
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে ২০২২ ইং সালের এসএসসি ও ২০২৩ সালের এইচএসছি ও সমমান পরীক্ষায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই (মঙ্গলবার) বেলা এগারোটায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষক অফিস মানিকগঞ্জ সদর এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ঠ তেত্রিশ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ-উল সাবেরিন এ পুরস্কার প্রদান করেন।
নির্বাহী অফিসার শেখ মেজবাহ-উল সাবেরিন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রফেসর শহীদুজ্জাম, অধ্যক্ষ সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফিসর আবু জাফর মো. সেলিম।সহকারি পরিচালক পিবিজিএস আই স্কিম মাউশি,মো. আমির হোসেন জেলা শিক্ষা অফিসার মানিকগঞ্জ ।
অনুষ্ঠান শুরুর প্রথমে রাজধানী ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীদের
রুহের মাগফেরাত আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম, এচইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরএর আওতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।