
সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটার পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা সচল করতে দেবহাটা স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন ড্রেন পরিস্কার ও খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।
এই সময় আরো উপস্থিত ছিলেন, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংবাদিক ও সেচ্ছাসেবী আব্দুল্লাহ আল মামুন। আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনি, উপ- পরিচালক মরুক বিল্লাহ,উপ- পরিচালক শুভংকর রয়,উপ- পরিচালক রেজাউল ইসলাম, সহকারী পরিচালক আল আমিন হোসেন।
আমাদের টিম মানবিক পরিবারের সাবেক সভাপতি এইচ এম মনির হাসান,নওয়াপাড়া ইউনিয়ন টিম লিডার আবু হাসান, সদস্য মোস্তাফিজ বিল্লাহ, রানী ফারহানা,নুসরাত জাহান, আল আমিন,সহ সকল সদস্য বৃন্দ।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, আমাদের টিম সংগঠনটি সব সময় মানবিক কাজ করে থাকে আমরা উপজেলা প্রশাসন সব সময় তাদের পাশে আছি। আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনি বলেন, আমরা এই পরিস্কার পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনের ড্রেনেজ কাজ অব্যাহত রাখবো।