ঢাকাঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসহায়তা দিতে চেয়েছে চীন, ভারত ও জাপান। এ মুহূর্তে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কী ধরনের সহায়তা প্রয়োজন, তা দ্রুত জানাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে তারা।
আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন প্রথম আলোকে এসব তথ্য জানান।
তৌহিদ হোসেন বলেন, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাব দিয়েছে চীন, ভারত ও জাপান। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বাংলাদেশের কী কী প্রয়োজন, তা দেশগুলোকে জানানোর পর তারা সহায়তা করবে। এরই মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষে সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে। বার্ন ইনস্টিটিউটের চাহিদা অনুযায়ী ওই তিন দেশের কাছে বাংলাদেশের কী কী প্রয়োজন, তা জানানো হবে।
এ মুহূর্তে সহায়তাকারী দেশের কাছে বাংলাদেশ কী চাইবে, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে আমাদের চিকিৎসক, নার্স, কিছু বিশেষায়িত ওষুধ এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন। সেই অনুযায়ী তিন দেশের কাছে এ বিষয়গুলোতে সহায়তা চাওয়া হবে।’
কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিন দেশের মধ্যে চীন ও জাপান এখন পর্যন্ত স্পষ্টভাবে জানায়নি চিকিৎসকসহ তাদের সহায়তা কবে নাগাদ ঢাকায় পৌঁছাবে। তবে ভারত জানিয়েছে, বাংলাদেশের কাছ সাড়া পাওয়ার পর আগামী দু-এক দিনের মধ্যে ভারতীয় প্রতিনিধিদলটি ঢাকায় আসতে পারে।
দিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র সন্ধ্যায় এই প্রতিবেদককে জানান, এরই মধ্যে ভারত চার সদস্যের চিকিৎসা প্রতিনিধিদল ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিয়েছে। এ প্রতিনিধিদলের দুজন দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক আর অন্য দুজন নার্স। তাঁদের আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার আগ্রহের কথা জানিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়। ভারতীয় হাইকমিশনের চিঠিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। তাঁর ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, বিয়োগান্ত ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসায় ভারতের পক্ষ থেকে কোন ধরনের প্রয়োজনীয় ও জরুরি চিকিৎসাসেবা সহায়তার প্রয়োজন, তা জানাতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছে ভারতীয় হাইকমিশন। ভারতীয় হাইকমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মাইলস্টোন স্কুলের বিয়োগান্ত দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা ও তাঁদের অবস্থা মূল্যায়নের জন্য সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুজন নার্স আজ রাতে ঢাকায় আসছেন। সিঙ্গাপুর থেকে আরেকটি চিকিৎসা প্রতিনিধিদলের পরে ঢাকায় আসার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho