মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মনদীর ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ বিভিন্ন গ্রাম পয়েন্টে জিও ব্যাগ ফেলার কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের অধিভুক্ত পানি উন্নয়ন বোর্ডে আবেদন পত্র দাখিল করেছেন হরিরামপুর, সিংগাইর, সদর আংশিক মানিকগঞ্জ ২ আসন এর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান জাহিদ।
মঙ্গলবার দুপুরে প্রধান প্রকৌশলীর সাথে জরুরী মিটিং শেষে এই আবেদন পত্র দাখিল করেন।
এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক পঙ্গু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডা.সাহিদুর রহমান খান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক হরিরামপুর উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার রাজিবুল ইসলাম, সাবেক সেক্রেটারী মঞ্জুর এলাহী, সাব্বির আলী, নাজমুস সাকিব ও ইঞ্জিনিয়ার কাউসার দেওয়ান।
মিটিং শেষে পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ড.মাহতাব হোসেন এবং প্রধান প্রকৌশলী মো রাফিউস সাজ্জাদ এবং ডিরেক্টর মহোদয়কে দরখাস্ত প্রদান করা হয় ।
তারা অতি শীঘ্রই হরিরামপুরকে বাচাতে পদ্মা নদী ভিজিট করে প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নিবেন, জিও ব্যাগ ব্লক ইত্যাদি ফেলবেন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে প্রতিশ্রুতি দেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho