
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ শহরে যানজট নিরসন ও বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিং বন্ধে পৌরসভার উদ্যোগে এক আলোচনা অনুষ্টিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় পৌরসভার হলরুমে পৌর কর্মকর্তা ও পৌরবাসীদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক সানজিদা জেসমীন।
সভায় যানজট নিরসন এবং আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং চালুর দাবিতে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোকুল দেবনাথ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শহীদ তিতুমীর একাডেমির অধ্যক্ষ মাওলানা জাকিরুল ইসলাম খান, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন জাদু, সাংবাদিক মতিউর রহমান, শহীদুল ইসলাম সুজন,সমাজসেবক অলিয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শহরের বহুতল ভবনগুলোর মালিকরা আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের জায়গা দোকান হিসেবে ভাড়া দিয়ে আসছেন, যার ফলে যানজট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
পৌর প্রশাসক সানজিদা জেসমীন বলেন, “বহুতল মার্কেটগুলোর আন্ডারগ্রাউন্ড পার্কিং থাকার পরও দোকান ভাড়া দেওয়া হচ্ছে, ফলে আগত মানুষের যানবাহন রাস্তায় রাখতে হচ্ছে। বিল্ডিং কোড অনুযায়ী আন্ডারগ্রাউন্ডে দোকান বরাদ্দ বাতিল করে পার্কিং ব্যবস্থা চালু করা হবে।”