০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাবালেগ সন্তান মারা গেলে বাবা-মায়ের পুরস্কার জান্নাত

 

✍️মাওলানা শেখ মিলাদ হোসাইন সিদ্দিকীঃ মা-বাবার জন্য অনেক কষ্টের বিষয় হলো গর্ভের সময় সন্তান মারা যাওয়া। তাদের জন্য সুসংবাদ হলো, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কোনো শিশু মারা গেলে তারা তাদের মা-বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে।

নাবালেগ সন্তান হারানো বাবা-মায়ের জন্য নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ ফজিলত ঘোষণা করেছেন। শিশু সন্তান মারা গেলে ধৈর্যধারণ করার কারণে তারাও পাবে বিশেষ পুরস্কার। কী সেই পুরস্কার?
আসুন হাদিসের আলোকে জেনে নেই।

★সুনানে ইবনে মাজাহ এর ১৬০৯ নং হাদিসে এসেছে…

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ السِّقْطَ لَيَجُرُّ أُمَّهُ بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ إِذَا احْتَسَبَتْهُ

মুআয ইবনু জাবাল (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! গর্ভপাত হওয়া সন্তানের মাতা তাতে সওয়াব আশা করলে ঐ সন্তান তার নাভিরজ্জু দ্বারা তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে।

★ বুখারি শরিফ এর ১০২ নং মুসলিম শরিফ এর ২৬৩২ নং তিরমিজি শরিফ এর ১০৬০ নং হাদিসে এসেছে…

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَا يَمُوتُ لِرَجُلٍ ثَلَاثَةٌ مِنْ الْوَلَدِ فَيَلِجَ النَّارَ إِلَّا تَحِلَّةَ الْقَسَمِ

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন ব্যক্তির তিনটি সন্তান মারা গেলে সে জাহান্নাম পার হয়ে যাবে, তবে শপথ পূর্ণ না করার জন্য (শাস্তি পাবে)।

★বুখারী শরিফ এর ১০১ নং হাদিসে এসেছে…

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ،‏.‏ قَالَتِ النِّسَاءُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ، فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ‏.‏ فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ، فَكَانَ فِيمَا قَالَ لَهُنَّ ‏”‏ مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ ثَلاَثَةً مِنْ وَلَدِهَا إِلاَّ كَانَ لَهَا حِجَابًا مِنَ النَّارِ ‏”‏‏.‏ فَقَالَتِ امْرَأَةٌ وَاثْنَيْنِ فَقَالَ ‏”‏ وَاثْنَيْنِ ‏”‏‏.

আবূ সা‘ঈদ খুদরী (রাদি:) হতে বর্ণিত। তিনি বলেনঃ নারীরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলল, পুরুষেরা আপনার নিকট আমাদের চেয়ে প্রাধান্য বিস্তার করে আছে। তাই আপনি নিজে আমাদের জন্য একটি দিন নির্ধারিত করে দিন। তিনি তাদের বিশেষ একটি দিনের অঙ্গীকার করলেন; সে দিন তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের নাসীহাত করলেন ও নির্দেশ দিলেন। তিনি তাদের যা যা বলেছিলেন, তার মধ্যে একথাও ছিল যে, তোমাদের মধ্যে যে স্ত্রীলোক তিনটি সন্তান পূর্বেই পাঠাবে, তারা তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। তখন জনৈক স্ত্রীলোক বলল, আর দু’টি পাঠালে? তিনি বললেনঃ দু’টি পাঠালেও।

★সুতরাং যেসব বাবা-মায়ের নাবালেগ সন্তান মারা যায়, তারা আল্লাহর কাছে ধৈর্যধারণের সাহায্য চাইবে। হাদিসের নির্দেশনা অনুযায়ী তারা পাবে সুন্দর ও উত্তম পুরস্কার।

আল্লাহ তাআলা দুনিয়ার সব সন্তানহারা বাবা-মাকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। আমিন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবের উদ্যোগে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল

নাবালেগ সন্তান মারা গেলে বাবা-মায়ের পুরস্কার জান্নাত

প্রকাশের সময়ঃ ১১:১৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

 

✍️মাওলানা শেখ মিলাদ হোসাইন সিদ্দিকীঃ মা-বাবার জন্য অনেক কষ্টের বিষয় হলো গর্ভের সময় সন্তান মারা যাওয়া। তাদের জন্য সুসংবাদ হলো, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কোনো শিশু মারা গেলে তারা তাদের মা-বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে।

নাবালেগ সন্তান হারানো বাবা-মায়ের জন্য নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ ফজিলত ঘোষণা করেছেন। শিশু সন্তান মারা গেলে ধৈর্যধারণ করার কারণে তারাও পাবে বিশেষ পুরস্কার। কী সেই পুরস্কার?
আসুন হাদিসের আলোকে জেনে নেই।

★সুনানে ইবনে মাজাহ এর ১৬০৯ নং হাদিসে এসেছে…

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ السِّقْطَ لَيَجُرُّ أُمَّهُ بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ إِذَا احْتَسَبَتْهُ

মুআয ইবনু জাবাল (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! গর্ভপাত হওয়া সন্তানের মাতা তাতে সওয়াব আশা করলে ঐ সন্তান তার নাভিরজ্জু দ্বারা তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে।

★ বুখারি শরিফ এর ১০২ নং মুসলিম শরিফ এর ২৬৩২ নং তিরমিজি শরিফ এর ১০৬০ নং হাদিসে এসেছে…

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَا يَمُوتُ لِرَجُلٍ ثَلَاثَةٌ مِنْ الْوَلَدِ فَيَلِجَ النَّارَ إِلَّا تَحِلَّةَ الْقَسَمِ

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন ব্যক্তির তিনটি সন্তান মারা গেলে সে জাহান্নাম পার হয়ে যাবে, তবে শপথ পূর্ণ না করার জন্য (শাস্তি পাবে)।

★বুখারী শরিফ এর ১০১ নং হাদিসে এসেছে…

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ،‏.‏ قَالَتِ النِّسَاءُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ، فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ‏.‏ فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ، فَكَانَ فِيمَا قَالَ لَهُنَّ ‏”‏ مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ ثَلاَثَةً مِنْ وَلَدِهَا إِلاَّ كَانَ لَهَا حِجَابًا مِنَ النَّارِ ‏”‏‏.‏ فَقَالَتِ امْرَأَةٌ وَاثْنَيْنِ فَقَالَ ‏”‏ وَاثْنَيْنِ ‏”‏‏.

আবূ সা‘ঈদ খুদরী (রাদি:) হতে বর্ণিত। তিনি বলেনঃ নারীরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলল, পুরুষেরা আপনার নিকট আমাদের চেয়ে প্রাধান্য বিস্তার করে আছে। তাই আপনি নিজে আমাদের জন্য একটি দিন নির্ধারিত করে দিন। তিনি তাদের বিশেষ একটি দিনের অঙ্গীকার করলেন; সে দিন তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের নাসীহাত করলেন ও নির্দেশ দিলেন। তিনি তাদের যা যা বলেছিলেন, তার মধ্যে একথাও ছিল যে, তোমাদের মধ্যে যে স্ত্রীলোক তিনটি সন্তান পূর্বেই পাঠাবে, তারা তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। তখন জনৈক স্ত্রীলোক বলল, আর দু’টি পাঠালে? তিনি বললেনঃ দু’টি পাঠালেও।

★সুতরাং যেসব বাবা-মায়ের নাবালেগ সন্তান মারা যায়, তারা আল্লাহর কাছে ধৈর্যধারণের সাহায্য চাইবে। হাদিসের নির্দেশনা অনুযায়ী তারা পাবে সুন্দর ও উত্তম পুরস্কার।

আল্লাহ তাআলা দুনিয়ার সব সন্তানহারা বাবা-মাকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। আমিন।