
সাভারঃ সাভার প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলীর ছোট ভাই রাসেল আহমেদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নে মরহুমের নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম রাসেল আহমেদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিতির জন্য মরহুমের পরিবারের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তার বড় ভাই সাংবাদিক রওশন আলী।
মরহুম রাসেল আহমেদ গত ২৩ জুলাই মারা যান। একই দিন বিকেলে মরহুমের লাশ বাদ আছর জানাজা শেষে বাড়িসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি মা, চার ভাই, চার বোন, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।