
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার মাচাইন মাঠে আজ ২৫ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) বিকেলে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় উত্তরা এসএসসি ৯৮ ব্যাচ বনাম শিবালয় এসএসসি ৯৮ ব্যাচ।
দুই দলের খেলোয়াড়রাই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হলেও, বন্ধুত্ব ও খেলাধুলার প্রতি ভালোবাসা থেকেই এই ব্যতিক্রমী আয়োজনটি করে থাকেন। এই মিলনমেলাটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং পুরোনো বন্ধুত্বকে আরও দৃঢ় করার এক সুন্দর উপলক্ষ হয়ে ওঠে।
খেলার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মো. পান্নু। আর সার্বিক সহযোগিতা করেন সমাজসেবক ও ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ মোঃ মোজাম্মেল হোসেন মোল্লা। তিনি শুধু খেলাধুলা নয়, সমাজের গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয়দের ভাষায়, তিনি একজন “মানবতার ফেরিওয়ালা”।
উপস্থিত দর্শকদের আনন্দ এবং খেলোয়াড়দের আন্তরিকতা এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। এমন আয়োজন নিয়মিত হোক—এমনটাই প্রত্যাশা সবার।
এলাকাবাসী বলেন, জনাব মোঃ মোজাম্মেল হোসেন মোল্লা কে আমরা সকল বিপদ-আপদ, দুঃখ-সুখে পাশে পাই। তিনি একজন মানবতার ফেরিওয়ালা তাকে আমরা শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।