সাভারঃ সাভারে রপ্তানির জন্য প্রস্তুত চুরি যাওয়া প্রায় ১৫ লাখ টাকার চামড়া উদ্ধার করে দুইজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে দুইজন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার খাগুরিয়া গ্রামের মোঃ বাহার মোঃ রাসেল (৩৫) ও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার জাঙ্গালিয়া গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে মোঃ জাহাঙ্গীরি আলম (৫৮)।
পুলিশ জানায়, গত ৬ জুলাই সাভারের ট্যানারী শিল্প নগরীর মেসার্স রাইসা লেদার এর ম্যানেজার মো. জোনায়েদ হোসেন পলাশ সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, ৬ জুলাই সকালে ফ্যাক্টরীতে গিয়ে দেখেন মালামাল কিছুটা কম দেখতে পান। পরে সিসিটিভি ভিডিও ফুটেজে দেখেন রাত ২ টা থেকে ৪ টার মধ্যে জানালা দিয়ে ফ্যাক্টরীর ভিতরে প্রবেশ করে রপ্তানির জন্য প্রস্তুতকৃত ১৫ লাখ টাকা মুল্যের প্রায় পনেরো হাজার স্কয়ার ফিট চামড়া চুরি করে নিয়ে যায়। পরে থানায় অভিযোগ দিলে ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যালোচনা করে আসামি শনাক্ত করে সাভার মডেল থানা পুলিশ। এক পর্যায়ে গতকাল রাতে সাভারের চামড়া শিল্প নগরী এলাকা থেকে মোঃ রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী মোঃ জাহাঙ্গীর আলমকে হাজারীবাগ থেকে গ্রেপ্তার করা হয়। এসময় চোরাইকৃত মালামালও উদ্বার করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho