০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যু মানুষকে ডাকে 

মুফতি আলাউদ্দীন আল আজাদঃ পৃথিবীতে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে সৃষ্টি করেছেন। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমাদেরকে একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে-
كل نفس ذائقه الموت
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
হে মরণশীল ব্যক্তিগণ, হে মরণশীল সন্তানগণ, তোমরা সবাই মৃত্যুবরণ করবে, এতে সন্দেহের অবকাশ নেই। তোমাদের পূর্ববর্তী ভাইয়েরা কবরে চলে গেছে। পূর্ব পর সকল আদম সন্তান মৃত্যু বরণ করবে এবং সবাই আল্লাহর সামনে হিসাব নিকাশের জন্য দণ্ডায়মান হবে। তোমরা সেখানে দণ্ডায়মান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যুর পূর্বে পাপ পঙ্কিলতা ছেড়ে দ্রুত তওবা করে নাও।
মৃত্যুর দৃষ্টান্ত:- হাদিসে বর্ণিত হয়েছে, মৃত্যু বহু কাটা বিশিষ্ট একটি ডালের নেয়। সে কাটাগুলো কোনো ব্যক্তির ভিতর ঢুকে যখন তার মাংস ও রগে প্রবেশ করে, অতঃপর কোন শক্তিশালী পুরুষ পূর্ণ শক্তি প্রয়োগ করে তা হেচকাটান দিলে যে অবস্থা হয়, ঠিক মৃত ব্যক্তির সেই অবস্থাই হয়। অর্থাৎ রগ ও গোস্ত যা কাটার সাথে ছেড়ে চলে আসার তা চলে আসে, যা থেকে যাওয়ার তা থেকে যায়। কবির উক্তি-
يا من سيناء مسرعا – كما ناى عنه ابوه
مثل بقلبك قولهم – جاءاليقين فلقنوه
وتحللوا من ظلمه – قبل الفراق ودعوه
হে অমুক ব্যক্তি, যে অচিরেই দ্রুত অনেক দূরে দুনিয়া ছেড়ে চলে যাবে, যে ভাবে তার বাবাও তাকে ছেড়ে অজানা দূরে চলে গেছে। তুমি তাদের বিষয়টি তোমার অন্তরে একটু কল্পনা করো। তাহলে বুঝবে তোমার নিশ্চিত বিষয় মৃত্যু চলে এসেছে। অতএব কালিমার তালকিন উচ্চস্বরে অন্যদের পড়ার তাগিদ করো। অন্ধকার দুনিয়া ছাড়ার পূর্বে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বল।
হে আল্লাহর বান্দাগণ,তোমরা অনর্থক কাজকর্মে জীবন নষ্ট করো না। মূর্খতায় দিনগুলো খোওয়াবে না। বন্ধুবান্ধবদের মজলিসে মৃত্যুর আলোচনা কর। ছোট-বড় ধনী গরিব দুর্বল সবল সবার সাথেই মৃত্যুর আলোচনা কর। কেননা মৃত্যু তোমাদের ধন-সম্পদ ছিন্নভিন্ন করে দিবে, অবস্থা পরিবর্তন করে দিবে, তোমাদের স্ত্রীদের বিধবা বানিয়ে দিবে সন্তানদের এতিম করে দিবে। মৃত্যু তোমাকে ছাড়বেনা, ছাড়বেনা বন্ধুকে, না কোন প্রিয়জনকে। সে ছাড়বেনা কোন মূর্খকে ছাড়বে না কোন শিক্ষিত কে। কবির ভাষায়-
الموت افنى من مضى- والموت يفني من بقى
والموت يجمع في الثراى- بين المنعم والشقي
মৃত্যুই তাদের নিঃশেষ করেছে যারা (পৃথিবী ছেড়ে) চলে গেছে, মৃত্যুই তাদের ধ্বংস করবে যারা বাকি আছে। হতভাগা সৌভাগ্যবান সবাইকে মৃত্যুই মাটির নিচে কবর জগতে একত্র করবে।
মৃত্যুর উপদেশ:- হাদিসে বর্ণিত হয়েছে, উপদেশ গ্রহণের জন্য মৃত্যুই যথেষ্ট। ইবাদতে ব্যস্ততা হল পরীক্ষা। বিশ্বাসের ক্ষেত্রে ধন-সম্পতি যথেষ্ট। ধনসম্পদ দিয়ে ঈমান বা বিশ্বাসের পরীক্ষা হয়।
হে আল্লাহর বান্দাগণ, জেনে রাখুন আপনাদের পর আর কোন উম্মত দুনিয়াতে আসবে না। আপনাদের নবীর পর আর কোন নবী আসবে না। আপনাদের পূর্বে যারা চলে গেছে তারা পরবর্তীদের জন্য অপেক্ষা করছে। অতঃপর সবাই কেয়ামতের মাঠে হাজির হবে। তখন কেউ লজ্জিত ও হতাশাগ্রস্থ হবে। তখন ধন-সম্পদ কারো কোন কাজে আসবে না। কামনা বাসনা গুলো তোমাদের প্রতিবন্ধক হবে। তোমরা যেগুলো কে উপহাস করতে সেগুলোই সেদিন তোমাদের ধ্বংস করবে।
كل حي وان بقى – فمن الموت يستقي
فاعمل اليوم واجتهد – بادر اليوم يا شقي
সকল প্রাণীই যদি সেদিন জীবিত থাকে, তবে মৃত্যুর ভয়ে তাকে ভীত সন্ত্রস্ত হতেই হবে। হে হতভাগা, আজ তুমি আমল ও চেষ্টা প্রচেষ্টায় প্রতিযোগিতা কর।
আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন ।আমীন
লেখক:-
মুফতি আলাউদ্দীন আল আজাদ, শ্যামনগরী।
খতিব-কোনাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর।
Tag :
About Author Information

জনপ্রিয়

মৃত্যু মানুষকে ডাকে 

মৃত্যু মানুষকে ডাকে 

প্রকাশের সময়ঃ ১২:০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
মুফতি আলাউদ্দীন আল আজাদঃ পৃথিবীতে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে সৃষ্টি করেছেন। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমাদেরকে একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে-
كل نفس ذائقه الموت
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
হে মরণশীল ব্যক্তিগণ, হে মরণশীল সন্তানগণ, তোমরা সবাই মৃত্যুবরণ করবে, এতে সন্দেহের অবকাশ নেই। তোমাদের পূর্ববর্তী ভাইয়েরা কবরে চলে গেছে। পূর্ব পর সকল আদম সন্তান মৃত্যু বরণ করবে এবং সবাই আল্লাহর সামনে হিসাব নিকাশের জন্য দণ্ডায়মান হবে। তোমরা সেখানে দণ্ডায়মান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যুর পূর্বে পাপ পঙ্কিলতা ছেড়ে দ্রুত তওবা করে নাও।
মৃত্যুর দৃষ্টান্ত:- হাদিসে বর্ণিত হয়েছে, মৃত্যু বহু কাটা বিশিষ্ট একটি ডালের নেয়। সে কাটাগুলো কোনো ব্যক্তির ভিতর ঢুকে যখন তার মাংস ও রগে প্রবেশ করে, অতঃপর কোন শক্তিশালী পুরুষ পূর্ণ শক্তি প্রয়োগ করে তা হেচকাটান দিলে যে অবস্থা হয়, ঠিক মৃত ব্যক্তির সেই অবস্থাই হয়। অর্থাৎ রগ ও গোস্ত যা কাটার সাথে ছেড়ে চলে আসার তা চলে আসে, যা থেকে যাওয়ার তা থেকে যায়। কবির উক্তি-
يا من سيناء مسرعا – كما ناى عنه ابوه
مثل بقلبك قولهم – جاءاليقين فلقنوه
وتحللوا من ظلمه – قبل الفراق ودعوه
হে অমুক ব্যক্তি, যে অচিরেই দ্রুত অনেক দূরে দুনিয়া ছেড়ে চলে যাবে, যে ভাবে তার বাবাও তাকে ছেড়ে অজানা দূরে চলে গেছে। তুমি তাদের বিষয়টি তোমার অন্তরে একটু কল্পনা করো। তাহলে বুঝবে তোমার নিশ্চিত বিষয় মৃত্যু চলে এসেছে। অতএব কালিমার তালকিন উচ্চস্বরে অন্যদের পড়ার তাগিদ করো। অন্ধকার দুনিয়া ছাড়ার পূর্বে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বল।
হে আল্লাহর বান্দাগণ,তোমরা অনর্থক কাজকর্মে জীবন নষ্ট করো না। মূর্খতায় দিনগুলো খোওয়াবে না। বন্ধুবান্ধবদের মজলিসে মৃত্যুর আলোচনা কর। ছোট-বড় ধনী গরিব দুর্বল সবল সবার সাথেই মৃত্যুর আলোচনা কর। কেননা মৃত্যু তোমাদের ধন-সম্পদ ছিন্নভিন্ন করে দিবে, অবস্থা পরিবর্তন করে দিবে, তোমাদের স্ত্রীদের বিধবা বানিয়ে দিবে সন্তানদের এতিম করে দিবে। মৃত্যু তোমাকে ছাড়বেনা, ছাড়বেনা বন্ধুকে, না কোন প্রিয়জনকে। সে ছাড়বেনা কোন মূর্খকে ছাড়বে না কোন শিক্ষিত কে। কবির ভাষায়-
الموت افنى من مضى- والموت يفني من بقى
والموت يجمع في الثراى- بين المنعم والشقي
মৃত্যুই তাদের নিঃশেষ করেছে যারা (পৃথিবী ছেড়ে) চলে গেছে, মৃত্যুই তাদের ধ্বংস করবে যারা বাকি আছে। হতভাগা সৌভাগ্যবান সবাইকে মৃত্যুই মাটির নিচে কবর জগতে একত্র করবে।
মৃত্যুর উপদেশ:- হাদিসে বর্ণিত হয়েছে, উপদেশ গ্রহণের জন্য মৃত্যুই যথেষ্ট। ইবাদতে ব্যস্ততা হল পরীক্ষা। বিশ্বাসের ক্ষেত্রে ধন-সম্পতি যথেষ্ট। ধনসম্পদ দিয়ে ঈমান বা বিশ্বাসের পরীক্ষা হয়।
হে আল্লাহর বান্দাগণ, জেনে রাখুন আপনাদের পর আর কোন উম্মত দুনিয়াতে আসবে না। আপনাদের নবীর পর আর কোন নবী আসবে না। আপনাদের পূর্বে যারা চলে গেছে তারা পরবর্তীদের জন্য অপেক্ষা করছে। অতঃপর সবাই কেয়ামতের মাঠে হাজির হবে। তখন কেউ লজ্জিত ও হতাশাগ্রস্থ হবে। তখন ধন-সম্পদ কারো কোন কাজে আসবে না। কামনা বাসনা গুলো তোমাদের প্রতিবন্ধক হবে। তোমরা যেগুলো কে উপহাস করতে সেগুলোই সেদিন তোমাদের ধ্বংস করবে।
كل حي وان بقى – فمن الموت يستقي
فاعمل اليوم واجتهد – بادر اليوم يا شقي
সকল প্রাণীই যদি সেদিন জীবিত থাকে, তবে মৃত্যুর ভয়ে তাকে ভীত সন্ত্রস্ত হতেই হবে। হে হতভাগা, আজ তুমি আমল ও চেষ্টা প্রচেষ্টায় প্রতিযোগিতা কর।
আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন ।আমীন
লেখক:-
মুফতি আলাউদ্দীন আল আজাদ, শ্যামনগরী।
খতিব-কোনাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর।