
সাভারঃ হার্টের রোগে আক্রান্ত আমজাদ হোসেনের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।
রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার নিজ বাসভবনে আমজাদ হোসেনের চাচীর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।
মোঃ খোরশেদ আলম জানান, মানিকগঞ্জের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে সাভার পৌরসভার জ্বালেশ্বর এলাকার অস্থায়ী বাসিন্দা আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। এ অবস্থায় তার স্বজনরা যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে তার ওপেন হার্ট সার্জারির জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নেন এবং পরিবারের সদস্যের হাতে নগদ টাকা তুলে দেন।
সহায়তা প্রদান শেষে খোরশেদ আলম বলেন, “আমি যতদিন বেঁচে আছি, গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের সেবা করে যাব—ইনশাআল্লাহ। আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব, ততটুকুই আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি।”
এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবুসহ আরও অনেকে।