০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদ’ ভবিষ্যৎ রাজনৈতিক পথের ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই; আলী রীয়াজ

  • ডেস্ক নিউজঃ
  • প্রকাশের সময়ঃ ০২:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

ঢাকাঃ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ‘জুলাই সনদ’ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই, যেন বাংলাদেশের পথরেখা সেদিকে চলে।

সোমবার (২৮ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২০তম দিনে বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, মৌলিক সংস্কারের ২০টি প্রস্তাবিত বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে ইতোমধ্যে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে প্রস্তাবনাগুলো বারবার পরিমার্জন করেছে কমিশন। সোমবারের বৈঠকে নারী আসনে নির্বাচন পদ্ধতি ও বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আলী রীয়াজ আরও বলেন, যে সব আলোচনা টেবিলে এসেছে সেসব অমিমাংসীত বিষয় নিয়ে আলোচনা হবে। বেশকিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে।

এদিকে সংলাপের শুরুতেই বিএনপি ওয়াকআউট করে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পালের নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনার সময়।

তবে নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনায় বিএনপি একমত হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে অন্যান্য সংবিধিবদ্ধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কমিশনের বাইরে অন্য কোনো নিয়োগ কমিটির প্রস্তাবে বিএনপি আপত্তি জানিয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

জুলাই সনদ’ ভবিষ্যৎ রাজনৈতিক পথের ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই; আলী রীয়াজ

প্রকাশের সময়ঃ ০২:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

ঢাকাঃ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ‘জুলাই সনদ’ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই, যেন বাংলাদেশের পথরেখা সেদিকে চলে।

সোমবার (২৮ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২০তম দিনে বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, মৌলিক সংস্কারের ২০টি প্রস্তাবিত বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে ইতোমধ্যে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে প্রস্তাবনাগুলো বারবার পরিমার্জন করেছে কমিশন। সোমবারের বৈঠকে নারী আসনে নির্বাচন পদ্ধতি ও বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আলী রীয়াজ আরও বলেন, যে সব আলোচনা টেবিলে এসেছে সেসব অমিমাংসীত বিষয় নিয়ে আলোচনা হবে। বেশকিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে।

এদিকে সংলাপের শুরুতেই বিএনপি ওয়াকআউট করে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পালের নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনার সময়।

তবে নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনায় বিএনপি একমত হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে অন্যান্য সংবিধিবদ্ধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কমিশনের বাইরে অন্য কোনো নিয়োগ কমিটির প্রস্তাবে বিএনপি আপত্তি জানিয়েছে।