সাভারঃ সাভারের শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যাবর্তন এবং নবগঠিত এডহক কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৮ জুলাই সোমবার সকালে সাভার পৌরসভার জামসিং এলাকায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।
বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি দেওয়ান আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলী, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। উল্লেখ্য, ‘জুলাই বিপ্লব’-এর পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। দীর্ঘ ৯ মাস পর সকল জটিলতার অবসান ঘটলে মোহাম্মদ নওশের আলী পুনরায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলী ও নবগঠিত এডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho