
মানিকগঞ্জঃ পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলকে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করেছে যুবদল।
আজ মানিকগঞ্জ পৌরসভা যুবদলের আহবায়ক রাজিব হাসান খানের সাক্ষরীত এক প্রেস বিজ্ঞাপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
এর আগে ২৬ জুলাই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে রাশেদ মাদকসহ গ্রেফতার হন।
স্থানীয়রা জানান, রাশেদ দীর্ঘ দিন যাবত মাদকের সাথে জড়িত। সে রাজনৈতিক লোকদের নাম ভাঙিয়ে আধিপত্য বিস্তার করে বেড়ায়।
দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত সব কিছু জেনে শুনে তার পরও কেন এদের কে রাজনৈতিক পদে পদায়ন করতে হবে? তাদের অপরাধ যখন প্রকাশ্যে আসে তখন কেন দল থেকে বহিষ্কার করা হয়না? এরা রাজনৈতিক আশ্রয়ে থাকার কারনেই বিভিন্ন রকম অপরাধ করতে সাহস পায়।
এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন জানান ,কোনো ব্যক্তির অপরাধের দায় যুবদল নিবে না। যুবদল কখনো অনৈতিক কর্মকান্ড সমর্থন করে না।