
যশোরঃ যশোরের শার্শার পল্লীতে ৮০ (আশি) পিস ইয়াবাসহ আসাদুল মোল্লা (৩০) নামে এক যুবককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সোমবার (২৮ জুলাই) বিকাল চার দিকে উপজেলা পশ্চিম কোটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আাসাদুল মোল্লা শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের ওয়াজেদ আলী মোল্লার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক শেখ আবুল কাশেমের সমন্বয়ে একটি টিম শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামে অভিযান চালিয়ে ৮০ (আশি) পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর উপ-পরিচালক আসলাম হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে’ জব্দকৃত মাদক ও আসামীকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।