
সাভারঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ফ্রি হেপাটাইটিস-বি ভ্যাক্সিনেশন কার্যক্রমের সর্বশেষ তৃতীয় ধাপ সম্পন্ন হয়েছে। এতে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী টিকা গ্রহণ করেছেন। তবে যেসব শিক্ষার্থী এখনও ডোজ গ্রহণ করেননি, তাদের জন্য আগামী মাসেও টিকা গ্রহণের সুযোগ থাকবে।
শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ২৬ নম্বর দফা- ‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা’ নির্দেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ফ্রিতে “হেপাটাইটিস বি ভ্যাকসিন” প্রদান করেছে জাবি ছাত্রদল।
শাখা ছাত্রদল সূত্রে জানা যায়, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে এবং জাবি ছাত্রদলের ব্যবস্থাপনায় এই কর্মসূচি শুরু হয়। প্রথম ডোজ প্রদান শুরু হয় ১৪ মে। এরপর ১৬ থেকে ২৪ জুন দেওয়া হয় দ্বিতীয় ডোজ। একই সময়ে প্রথম ডোজও সীমিত পরিসরে চলমান ছিল। তৃতীয় ডোজের কার্যক্রম, শুরু হয় ১৭ জুলাই এবং শেষ হয় ২৪ জুলাই। তবে যেসব শিক্ষার্থী এখনও ডোজ গ্রহণ করেননি, তাদের জন্য আগামী মাসেও টিকা গ্রহণের সুযোগ থাকবে।
জাবির ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন একটি ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল। শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগ গ্রহণের জন্য জাবি ছাত্রদলকে আন্তরিকভাবে ধন্যবাদ।’
এ কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, “আমরা কর্মসূচির সর্বশেষ ধাপ সম্পন্ন করেছি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অনেক সাড়া পেয়েছি এবং সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে৷ ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী হেপাটাইটিস-বি ভ্যাকসিন গ্রহণ করেছে৷ এছাড়া যাদের হেপাটাইটিস-বি পজিটিভ ধরা পরেছে তাদের ব্যবস্থাপনা সংক্রান্ত চিকিৎসা সেবা ইতিমধ্যে শুরু হয়েছে। এই প্রোগ্রাম সফল করতে যারা পরিশ্রম করেছে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “গত মে মাস থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচি আমরা ইতিমধ্যে সম্পন্ন করতে পেরেছি। আমরা প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় অংশীজনের সাড়া পেয়েছি। ভবিষ্যতেও এমন শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে ছাত্রদল কাজ করবে।”