
মানিকগঞ্জঃ “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” দেশি ফল বেশী খাই,আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে সাতদিন ব্যাপী বৃক্ষ ও ফল মেলা ২০২৫ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন,বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ এর যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
সকাল সারে এগারোটায় মানিকগঞ্জের জেলা প্রশাসক (যুগ্নসচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মেলার উদ্ধোধন করেন।
উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পড়ি দর্ষণ করেন। এরপর প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইয়াসমিন খাতুন,কৃষিবিদ ড. রবীআহ নূর আহমেদ উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুম, উপ-পরিচাক পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদা রোকসেনা সুলতানা, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ ঢাকা,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর অালম বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়,যে অক্সিজেন মানুষকে বাচিয়ে রাখে।গাছ মাটির ক্ষয়রোধ করে, গাছ ফুল দেয়,ফল দেয়,গাছ প্রকৃতিকে দূর্যোগের হাতথেকে রক্ষা করে। তাই বেশী বেশী গাছ লাগানোর আহবান জানান, প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য মেলাটি উন্মুক্ত থাকবে মেলা চলবে ৪ আগস্ট পর্যন্ত ।