সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা উদ্যোগে নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম মৌলভী আনছার উদ্দীন এর স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) জোহরের নামাজের পর হাসপাতাল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাসপাতালের পরিচালক ডাঃ আকছেদুর রহমানের সভাপতিত্বে দুরূদ শরীফ পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ খানজাহান আলী।
খাদেম আনছার উদ্দীন আহমেদ সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নলতা পাক রওজা শরীফের খাদেম মৌলভী আব্দুর রাজ্জাক, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ সাইদুর রহমান, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ এ.এইচ.এম মনিরুজ্জামান, নলতা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাঃ আবুল ফজল মাহমুদ বাপী, আবুল কাসেম প্রমুখ
দোয়া অনুষ্ঠানা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা গোলাম কিবরিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho