
নারায়ণগঞ্জঃ“বাসযোগ্য পৃথিবী গড়ি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করি”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ও বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদি সংগঠন, চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করে।
৩০/০৭/২০২৫ বুধবার দুপুর ১:৩০ মিনিটে সোনারগাঁও পৌরসভায় অবস্থিত পানাম সিটি হাইস্কুলে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানাম সিটি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিন।
আরো উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মীযানুর রহমান, প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান সরদার এম. এ. মহিন, সাংবাদিক মোক্তার হোসেন, ইমরানসহ আরও অনেকে।
আলোচনায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা, গাছের উপকারিতা এবং প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দেওয়া হয়:
*“বাঁচতে হলে জানতে হবে — গাছ আমাদের কী উপকার করে?”*
*“বাঁচতে হলে জানতে হবে — সিঙ্গেল ইউজড প্লাস্টিক আমাদের কী ক্ষতি করে?”*
এই আয়োজন স্থানীয়দের মাঝে পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।