শেরপুরঃ ১৪ পেরিয়ে ১৫ বছরে পদার্পণ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ৩০ জুলাই বুধবার দুপুরে শেরপুর জেলা শহরের নিউমার্কেটস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইডিইবি) মিলনায়তনে শেরপুর প্রেসক্লাব একাংশের সভাপতি এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি শেরপুর প্রেসক্লাব একাংশের সিনিয়র সহ সভাপতি আবুল হাশিম।
শেরপুর প্রেসক্লাব একাংশের সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভি জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ.জ.ম. রেজাউল করিম খান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, শেরপুর পৌরসভার সিনিয়র প্রকৌশলী রেজাউল করিম রাজা, শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ম. শফিউল আলম চাঁন, শেরপুর প্রেসক্লাব একাংশের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আসাদুজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার এক অনন্য উদাহরণ মাছরাঙা টিভি। সময়োপযোগী সংবাদ ও দর্শকদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান উপস্থাপনের মধ্য দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে মাছরাঙা টিভি। বক্তারা মাছরাঙা টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আলোচনা শেষে অতিথিরা মাছরাঙা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। পরে শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন। অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাব একাংশের দপ্তর সম্পাদক মারুফুর রহমানসহ জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho