
সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনা বিষয়ক আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
‘জলবায় পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক’ বিষয়ের উপর এ বিতর্ক প্রতিযোগিতার পক্ষে বিতর্ক করে নবম শ্রেণির শিক্ষার্থী পল্লবী সরকার, রিমি বিশ্বাস ও পায়েল মুজমদার এবং বিষয়ের বিপক্ষে ছিল অষ্টম শ্রেণির শিক্ষার্থী পল্লবী মিস্ত্রী, প্রত্যাশা সরকার ও আফরিনা আক্তার।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় বিপক্ষ দল চ্যাম্পিয়ন হয় এবং সেরা বিতার্কিক নির্বাচিত হয় বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা প্রত্যাশা সরকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশুপতি সরকারের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তন্ময় সরকার।
ভৌত বিজ্ঞানের শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য দিলিপ কুমার সরকার, বিজন বিশ্বাস, নিধুভূষণ সরকার প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনন্দ কুমার স্বর্ণকার, সহকারী শিক্ষক গণেশ চন্দ্র সরকার ও ফাল্গুনী সরকার।