মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলায় সম্প্রতি সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ১৬ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্প্রতিবার (৩১ জুলাই) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ সার্কেল অফিসের উদ্যোগে এই চেক বিতরন অনুষ্টিত হয়।এতে ১৬টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মোট ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসক (যুগ্ন সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই চেক বিতরন করেন।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা হলেন, মালেকা বেগম,শহিদুল.মোঃ জোনাব আলী,মোঃ মিঠু মিয়া,মোঃ আব্দুল আহাদ খান,মোঃ মাসুদুর রহমান, মহাদেব মোদক,হোসনেয়ারা বেগম, মোঃ জাহিদ হাসান,মোঃ মোসা মিয়া, আবুল বাসার, মোছাঃ বিথি আক্তার, ফুলমতি বেগম, মোহাম্মদ আমিনুল ইসলাম,সাবিনা আক্তার,মোঃ শফিকুল ইসলাম ও আকাশ দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন প্রমূখ।
আয়োজকরা জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারকে ৫ লক্ষ এবং একটি পরিবারকে ১লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়। এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের জন্য সরকারের পক্ষ থেকে একটি মানবিক সহানুভূতির প্রতিফলন।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন,সড়ক দুর্ঘটনায় একটি জীবন হারানো বা পঙ্গু হয়ে যাওয়া কোনভাবেই পূরণীয় নয়,তবে সরকারের এই সহায়তা পরিবারগুলোর কিছুটা হলেও কষ্ট লাঘব করবে। আমরা সচেতনের মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনার জন্য কাজ করছি।
তিনি আরো বলেন,সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হয় তা একসময় তেমন কোন মানুষ জান্তোনা। আমরা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে তা জানানোর চেষ্ঠা করছি।
অনুষ্ঠান পরিচালায় ছিলেন,বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটির সহকারি পরিচালকের (ইঞ্জিনিয়ার) কার্যালয়ের সহকারি পরিচালক এডি মাহবুব কামালম।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho