
সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদ ও উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১ আগস্ট ২০২৫,শুক্রবার রাত্রে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ইছামতি পিকনিক স্পট মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়। শিল্পকলা একাডেমী শিক্ষক আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানের সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহটা উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার ও সাধারন সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম দেবহাটা উপজেলা মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার, শিল্পকলা একাডেমীর কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সাহিত্য পরিষদের সহ-সভাপতি সহযোগী অধ্যাপক মো. বাহাউদ্দীন প্রমুখ। আলোচনা পরবর্তীতে আবৃত্তি ও এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় শিল্পীদের পাশাপাশি আবৃত্তি ও সংগীত পরিবেশন করে সবাইকে আনন্দ দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এছাড়া আবৃত্তি করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার, মো. বাহাউদ্দিন ও সাংবাদিক আমিরুল ইসলাম।
সংগীত পরিবেশন করেন অতিথি শিল্পীদের মধ্যে শিশু শিল্পী শ্রেয়া দাশ, দীপান্বিতা দাশ, প্রেমা অধিকারী ও পিয়ন অধিকারী। শেষে বিদায়ী ইউএনওকে একাডেমি ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে কিছু উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।