মানিকগঞ্জঃ ( হরিরামপুর --সিংগাইর) ও মানিকগঞ্জ আংসিক নিয়ে মানিকগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান বলেছেন, 'ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ঘুষ লেনদেন হয়েছে দেড় লক্ষ কোটি টাকা।
দুর্নীতির পরেও পদ্মা সেতু নির্মিত হয়েছে ৩০ হাজার কোটি টাকা ব্যায়ে। যেই টাকা ঘুষ লেনদেন হয়েছে এই টাকা দিয়ে ৫০ টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। এই টাকা দেশের মানুষের; খেটে খাওয়া দিনমজুর, জেলে, কৃষকের টাকা।
শনিবার (২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ-২ (সিংগাইর--হরিরামপুর) আসনে তার নির্বাচনী প্রচারণা কালে সিংগাইরের জয়মন্টব বাজারে এক গনসমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ জাহিদুর রহমান ,বলেন, 'আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারলে আমাদের আর কারো কাছে হাত পাততে হবে না। আমাদের বিদেশী কারো উপর আর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। এরকম একটা প্রসপারেস দেশ গঠনের জন্য আগামীতে আপনারা জামায়াতে ইসলামীকে সমর্থন জানাবেন।
জাহিদুর রহমান আরো বলেন, "জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশের জনসংখ্যা আমাদের জন্য জনসম্পদ। পৃথিবীর ম্যাক্সিমাম দেশে বার্থ রেট নেগেটিভ কিন্তু আমাদের দেশে বার্থ রেট পজিটিভ। আমাদের অনেক মানুষ এই মানুষগুলোকে সম্পদে পরিণত করতে হবে। আমরা যদি সম্পদে পরিণত করতে পারি-তাহলে আমরা পৃথিবীতে নেতৃত্ব দিতে পারব ইনশাআল্লাহ।'
নির্বাচনী পথসভায় জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম, সিংগাইর উপজেলা আমীর মওলানা আব্দুল মান্নান, জেলা শিবিরের সভাপতি মনিরুজ্জামানসহ হাজারো কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর দুই ঘটিকার সময় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা শহীদ রফিক সেতু থেকে একটি নির্বাচনী রেলি হয়ে প্রথমে জয়মন্টব বাজার,এরপর সিংগাইর,লেমুবাড়ী বিদ্যালয় এর সামনে, কাফাটিয়া বাজার, বালিরটেক বাজার, ও সন্ধ্যায় হরিরামপুরের জিটকা বাজারে গণ সংযোগ করা হয়।
উল্লেখ্য, মুহাম্মদ জাহিদুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় ট্রেনিং ও আইটি সম্পাদক ( ব্যবসা-বাণিজ্য বিভাগ ),ডিজিএম head of the department of supply chair management , the IBN Sina Hospital ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে (সিংগাইর -- হরিরামপুর ও মানিকগঞ্জ আংসিক
) নিয়ে মানিকগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মনোনয়ন করা হয়েছে। মুহাম্মদ জাহিদুর রহমানকে দল থেকে মনোনীত করা হয়েছে। দলীয় প্রার্থী হিসেবে এটাই তার সংসদীয় এলাকায় প্রথম প্রচারণা গণ সমাবেশ ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho