ক্রিড়া ডেস্কঃ নারী কোপা আমেরিকার রুদ্ধশ্বাস ফাইনালে অতিরিক্ত সময়সহ ৪-৪ গোলের নাটকীয় ড্রয়ের পর টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ব্রাজিল নারী দল। টাইব্রেকারে ৫-৪ গোলে জয় নিশ্চিত করে রেকর্ডধারী সেলেসাওরা।
শনিবার (২ আগস্ট) মধ্যরাতে ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর এই ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল ও কলম্বিয়া। নির্ধারিত সময়ের ম্যাচে তিনবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি কলম্বিয়া। প্রতি পাল্টা আক্রমণে ম্যাচে ফিরেছে ব্রাজিল। অতিরিক্ত সময়েও দুই দল গোল করে ম্যাচটি ৪-৪ সমতায় শেষ করে।
টাইব্রেকারে আরও একবার ভেঙে পড়ে কলম্বিয়ার স্বপ্ন। পুরুষ দলের পর এবার নারী দলকেও ফাইনালে হার মানতে হলো ব্রাজিলের কাছে।
৮ গোলের এই রোমাঞ্চকর ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মার্তা ভিয়েরা। একটি করে গোল করেন অ্যাঞ্জেলিনা ও আমান্দা। কলম্বিয়ার পক্ষে গোল করেন লিন্ডা কাইসেদো, মাইরা রামিরেজ ও লেইসি সান্তোস। ব্রাজিলের ডিফেন্ডার টার্সিয়ানের আত্মঘাতী গোলেও একটি স্কোর পায় কলম্বিয়া।
পরিসংখ্যানে অবশ্য স্পষ্টভাবে এগিয়ে ছিল ব্রাজিল। বল দখলে ছিল ৬০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ, সঙ্গে ২১ শটের মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে কলম্বিয়ার ১৪ শটের ৬টি ছিল অন টার্গেট।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho