
মানিকগঞ্জঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির অসমর্থিত মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
রবিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে তিনটার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধাবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মো.নাসির উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার গোলাম মহিয়ার খান সিপার, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি (আসমান ),বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কর্তৃক ১১ সদস্য বিশিষ্ট যে জেলা কমিটি গত ২৯ জুলাই অনুমোদন করা হয়েছে তা বাতিল করতে হবে। মুক্তিযোদ্ধারা মানব বন্ধনে আরো উল্লেখ করেন ওটা একটা পকেট কমিটি।
উক্ত পকেট আহ্বায়ক কমিটিতে যে সকল মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা বিগত সরকারের তাবেদার হিসেবে কাজ করিয়াছে। মুক্তিযোদ্ধা জেলা কমান্ড কাউন্সিলের সহিত তাদের কোন সংশ্লিষ্টতা ইতিপূর্বে ছিল না এবং বর্তমানেও নাই। তাই উক্ত গঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান তারা।
তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়াই গঠিত বর্তমান আহ্বায়ক কমিটি মুক্তিযোদ্ধাদের মতামত ও স্বার্থ উপেক্ষা করে কাজ করছে।মানববন্ধনে বক্তারা দ্রুত এ কমিটি বাতিল করে গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন কমিটি গঠনের দাবি জানান। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় এই অবৈধ কমিটির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা।