
মানিকগঞ্জঃ মেধা ও মননে সুন্দর আগামী, ‘তারুণ্যে বিনিয়োগ টেকসই উন্নয়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মানিকগঞ্জের নবারুণ উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে ।
রবিবার দুপুরের দিকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব) সংস্থার যৌথ সহযোগিতায় এই কর্মসূচী পারিত হয়।
নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিরাজুল আলম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: আক্তার হোসেন, এসএম শরীফুল আলম ও মো: মজিবুর রহমান আসাদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের মেন্টরগণ, স্থানীয় যুব সমাজের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার তাপস ঘোষ।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রায় শতাধিক ফলজ,বনজ ও ঔষধী গাছ রোপণ করা হয়।