০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত

 

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয়ে ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হয়।র‌্যালিটি আরিচা ৪ নম্বর ঘাট থেকে শুরু হয়ে শিবালয় থানা মোড় ঘুরে আবার আরিচা ঘাটের টার্মিনাল সড়কে গিয়ে শেষ হয়। পরে আন্তঃজেলা অফিসের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা বিএনপির সভাপতি মো. রহমত আলী লাভলু ব্যাপারি। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু সত্যেন কান্ত পন্ডিত ভোজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, সদস্য সচিব মো. সোহেল রানা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব মো. আলমগীর হোসেন বাদল, শ্রমিক দলের সভাপতি মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক এস. এম. রাজু হোসেন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সহিদুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শিবালয়ের পাটুরিয়া ঘাটে পুলিশের গুলিতে শহীদ হন যুবদলের সদস্য মো. রফিকুল ইসলাম। আজ তার প্রকৃত পরিচয় বিকৃত করে তাকে ‘শ্রমজীবী’ আখ্যা দেওয়া হয়েছে। তারা এ ঘটনাকে শহীদ রফিকের আত্মত্যাগকে অস্বীকার ও বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। বক্তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশটি ছিল শান্তিপূর্ণ এবং উপস্থিত নেতৃবৃন্দ গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে আকাশ প্রধানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে থানা বিএনপির বিজয় র‍্যালিতে যোগদান

শিবালয়ে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৩:৫১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

 

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয়ে ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হয়।র‌্যালিটি আরিচা ৪ নম্বর ঘাট থেকে শুরু হয়ে শিবালয় থানা মোড় ঘুরে আবার আরিচা ঘাটের টার্মিনাল সড়কে গিয়ে শেষ হয়। পরে আন্তঃজেলা অফিসের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা বিএনপির সভাপতি মো. রহমত আলী লাভলু ব্যাপারি। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু সত্যেন কান্ত পন্ডিত ভোজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, সদস্য সচিব মো. সোহেল রানা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব মো. আলমগীর হোসেন বাদল, শ্রমিক দলের সভাপতি মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক এস. এম. রাজু হোসেন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সহিদুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শিবালয়ের পাটুরিয়া ঘাটে পুলিশের গুলিতে শহীদ হন যুবদলের সদস্য মো. রফিকুল ইসলাম। আজ তার প্রকৃত পরিচয় বিকৃত করে তাকে ‘শ্রমজীবী’ আখ্যা দেওয়া হয়েছে। তারা এ ঘটনাকে শহীদ রফিকের আত্মত্যাগকে অস্বীকার ও বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। বক্তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশটি ছিল শান্তিপূর্ণ এবং উপস্থিত নেতৃবৃন্দ গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।