শেরপুরঃজুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ঝিনাইগাতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ঐতিহাসিক আমতলায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, শেরপুর জেলা সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদল বলেন,
“বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসন আমলে দেশের জনগণ গণতন্ত্র, বাক-স্বাধীনতা ও ভোটাধিকার হারিয়েছে। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে এই সরকারের পতন ঘটানো ছাড়া বিকল্প ছিলোনা। বহু মানুষের জীবনের বিনিময়ে ওই সরকারের পতন হয়েছে। তিনি আরও বলেন, “জামায়াত একটি আদর্শিক দল, আমরা জনগণের ভোটে সরকার গঠন করতে চাই। দাড়ি-পাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন, ইনশাআল্লাহ জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবো।”
সভায় সভাপতিত্ব করেন, জামায়াতে ইসলামীর ঝিনাইগাতী উপজেলা আমীর মাওলানা মো. নূরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন, উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসাইন।
এ সময় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রশিবিরসহ জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালী আমতলা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho