
ঢাকাঃ পাঁচ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে সাভার ও আশুলিয়ায় আনন্দ র্যালী করেছে বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (০৫ আগষ্ট) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের নয়ারহাট থেকে নবীনগর পর্যন্ত ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু নেতৃত্বে একটি বিশাল আনন্দ র্যালি বের করেন বিএনপির নেতাকর্মীরা।
এ ছাড়াও সাভার পৌর,উপজেলা ও আশুলিয়া থানা বিএনপির নেতাকর্মীরা আনন্দ র্যালী বের করে। আনন্দ র্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় আনন্দ র্যালিতে সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া,সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল,ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে পাঁচ আগষ্ট আওয়ামী লীগের পতনের বিজয় র্যালি ও আলোচনা সভা করেছে ঢাকা জেলা উত্তর খেলাফত মজলিস। সাভার মডেল মসজিদের সামনে থেকে থেকে খেলাফত মজলিস এর নেতাকর্মীরা একটি আনন্দ র্যালি বের করেন।