
শেরপুরঃ ২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্বৈরাচার পতনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে শেরপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলা শাখার আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিলটি শহরের ডিসি গেইট থেকে শুরু হয়ে কলেজ মোড়, খরমপুর, তেরাবাজার, শহীদ বুলবুল শহর, গোয়ালপুট্টি, বটতলা হয়ে ডিসি গেইটে গিয়ে মিছিলটি সমাপ্তি হয়।
এরআগে সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও শেরপুর সদর -১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ( দাঁড়িপাল্লা) প্রতীকের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি হাফেজ জাকারিয়া আব্দুল বাতেন।
সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, পৌর শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহ- সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, জামায়াতের রোকন অ্যাডভোকেট মোস্তফা আশেকুজ্জামান বুলবুল সহ আরো অনেকে।