
সাতক্ষীীরাঃ জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫আগস্ট ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালিগঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার (৫আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে ডাকবাংলা মোড়ে অবস্থিত উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিজয়র্যালি বের হয়ে নাজিমগঞ্জ বাজারসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব
কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু, সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক ইউপি সদস্য শেখ খায়রুল আলম, বিএনপি নেতা রবিউল ইসলাম, নজরুল ইসলাম নজু, ফেয়সাল কবিরসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএনপির অপর একটি গ্রæপ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে একটি বিজয় মিছিল রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্ন বিএনপির কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।