
নারায়ণগঞ্জঃ ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বিজয় মিছিলে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে নজরকাড়া বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিক।
মঙ্গলবার (০৫ আগষ্ট) বিকেলে ৬নং ওয়ার্ডের আদমজীর কিং প্যালেস চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে মিছিল টি শুরু হয়ে সিদ্ধিরগঞ্জ পুলে মূল মিছিলে যোগদান করে। এসময় মিছিলে অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মামুন মাহমুদের ছবি প্লেকার্ড, ব্যানার- ফেস্টুন, বাদ্যযন্ত্র, রঙিন ব্যানার ও নারীদের বাহারি সাজসজ্জায় সজ্জিত এ মিছিলে ছিল উৎসবমুখর পরিবেশ ও জনতার ঢল।
এসময় বিএনপি নেতা শাহ আলম মানিক বলেন, ৫ আগস্ট গর্ব ও ইতিহাসের দিন। এদিনে স্বৈরাচার মুক্ত, ঘষেটি বেগম মুক্ত, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আইনের স্বাধীনতা, গনতন্ত্রের অধিকার, ভোটের অধিকারসহ সবকিছু মিলিয়ে ০৫ আগস্ট আমাদের গর্বের দিন। এই ০৫ আগস্ট একদিনে হয়নি বিএনপির ১৭ বছরের রাজপথের আন্দোলনের ফসল এই ০৫ই আগস্ট। এদিনে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করছি। আহতদের প্রতিও রইল আমাদের সহমর্মিতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় মিছিলে বিপুল সংখ্যক বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।