
নারায়ণগঞ্জঃ জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহবায়ক ও সদস্য সচিব আকাশ প্রধানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিজয় র্যালিতে যোগদান করেন। র্যালিতে নেতাকর্মীরা ঢাক , রংবে রংয়ের ফেস্টুন নিয়ে সু-সজ্জিত হয়ে আনন্দ উল্লাসে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।
মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিজয় র্যালিতে অংশগ্রহন করেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মাদল র্যালীতে আরো উপস্থিত ছিলেন,৭ নং ওয়ার্ড কৃষকদলের সাবেক সভাপতি সাগর বাবুসহ
৭ নং বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।